কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ মে ২০২২ ১২:৫২
প্রধানমন্ত্রীর
ফেলোশিপ নিয়ে বিদেশে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগদানে বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। এ সুযোগ
পেতে বাংলাদেশের নাগরিকদের আগামী ৩০ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন
করতে পারবেন।
বিজ্ঞপ্তির
শর্ত অনুসারে, যেসব বাংলাদেশি এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি,
কেবল তারাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। এর
মধ্যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর
সরকারি সুবিধার আওতায় কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, এমন ব্যক্তিরা এ
ফেলোশিপের আবেদনের জন্য যোগ। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়
থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে
ভর্তির শেষ তারিখ এ বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।
‘দ্য
টাইম হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং ২০২২’ অনুযায়ী
মাস্টার্স ডিগ্রির জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০-এর মধ্যে অবস্থিত
বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে হবে।
এই
ফেলোশিপের আওতায় যেসব বিষয়ে অধ্যয়ন/গবেষণা করা যাবে
· সোশ্যাল প্রটেকশন
· এডুকেশন
· উইমেন এমপাওয়ারমেন্ট
· পাবলিক হেলথ
· ট্রেড অ্যান্ড
ইনভেস্টমেন্ট
· পাওয়ার অ্যান্ড এনার্জি
· ফাইন্যান্স অ্যান্ড
ইকোনমিকস
· পাবলিক সেক্টর
ম্যানেজমেন্ট
· লিগ্যাল অ্যান্ড
সিকিউরিটি স্টাডিজ
· এনভায়রমেন্ট অ্যান্ড
ক্লাইমেট চেঞ্জ
· ইনফরমেশন অ্যান্ড
কমিউনিকেশন টেকনোলজি
· ডিপ্লোম্যাসি
· অ্যাগ্রিকালচার অ্যান্ড
ফুড সিকিউরিটি
· অ্যাপ্লাইড সায়েন্সেস
প্রধানমন্ত্রী
ফেলোশিপের আর্থিক সুবিধা
১.
সম্পূর্ণ টিউশন ফি
২.
নির্ধারিত হারে মাস্টার্সের জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৮
মাসের জীবনধারণ ভাতা
৩.
নির্ধারিত হারে স্বাস্থ্যবিমা ভাতা
৪.
এককালীন সংস্থাপন ভাতা
৫.
এককালীন শিক্ষা উপকরণ ভাতা
৬.
তৃতীয় দেশে একটি সেমিনারে অংশগ্রহণ ব্যয়
ফেলোশিপের আওতায় প্রদেয় ভাতাদির নির্ধারিত হার গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের ওয়েবসাইটের এই লিংক থেকে জানা যাবে।
টোফেল
ও আইইএলটিএস স্কোর কত
আবেদনের শেষ তারিখ পর্যন্ত টোফেল ও আইইএলটিএসের (একাডেমি) কার্যকর মেয়াদ থাকতে
হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে ৬.৫ আর টোফেলে ন্যূনতম ৮০ ও পিটিই একাডেমিকের ক্ষেত্রে
মোট স্কোর হতে হবে ৫৯। এর চেয়ে কম স্কোর পাওয়া প্রার্থী আবেদন করতে পারবেন না।
ফেলোশিপ-সংক্রান্ত
তথ্যের জন্য +৮৮০১৩১০৫৯৪৫১০ নম্বরে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা
পর্যন্ত) যোগাযোগ করা যেতে পারে।
সিভি/এমআর