নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ মে ২০২২ ০১:১৩
ইভিএম ব্যবহার
করে ভোটগ্রহণে একদল বিশেষজ্ঞের সম্মতি পাওয়ার পর তাতে ভরসা রাখতে রাজনৈতিক দলগুলোর
প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিদ,
ইভিএম সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে বুধবার মতবিনিময় করেন নির্বাচন
কমিশন।
বৈঠক শেষে
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ
নেই। এজন্য তাদের ভরসা রাখতে হবে যারা ইভিএমের বিষয়ে জানেন ও বোঝেন। তাদের ওপর আস্থাও
রাখতে হবে বলেও জানান তিনি।’
প্রধান নির্বাচন
কমিশনারের নেতৃত্বাধীন নতুন ইসি বছরের শুরুতে দায়িত্ব নেয়ার পর দেড় বছর বাদে অনুষ্ঠেয়
নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করছে। দেশের নির্বাচনে ভোটগ্রহণে এক যুগ
আগে ইভিএম ব্যবহারের শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে বিতর্ক চলছে। ক্ষমতাসীন দল
ইভিএম ব্যবহারের পক্ষে থাকলেও তার ঘোর বিরোধী বিএনপি।
মতবিনিময়
সভা শেষে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, নির্বাচন কমিশনের ইভিএম পদ্ধতি দেখে তিনি
সন্তুষ্ট হয়েছেন। এতে কোন কারসাজি করার সুযোগ নেই। তিনি ব্যক্তিগত ভাবে ইভিএমের পক্ষে
কনভিন্সড হয়েছেন। ইভিএমের বিরোধীতাকারী রাজনৈতিক দলগুলোর প্রতি যন্ত্রটি ব্যবহারের
পক্ষে সম্মতি দেওয়ার অনুরোধ জানান কম্পিউটার বিজ্ঞানের এই শিক্ষক।
বুয়েটয়ের
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ ইভিএমের প্রতি
আস্থা রাখার যুক্তি তুলে ধরে বলেন, ‘ইভিএমের প্রতিটি অংশ এমনভাবে কাস্টমাইজড করা হয়েছে,
যে কেউ চাইলেই এটার কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। যেহেতু মেশিন লেভেলে আর কোনো
কাজ নেই তাই এখানে কারচুপি করারও কোনো সুযোগ
নেই। তবে কোন মেশিনকেই শতভাগ বিশ্বাস করা যাবে না।’
মতবিনিময় সভায় অংশ নেন বিএমটিএফ’র এমডি মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুভিগের বিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবির ও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ আরও অনেকেই।
ইউএইচ/এমআর