মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ জুন ২০২৩ ০৪:৫৫



মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ জুন ২০২৩ ০৪:৫৫

মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি-বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

মৌলভীবাজার থেকে কদর আলী নামে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই জুনেদ আহমেদ পুলিশের একটি দল নিয়ে শেরপুর বাজারে অভিযান চালিয়ে ডাকাত কদর আলীকে গ্রেপ্তার করেন। কদর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ রবিবার (২৫ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।’

গ্রেপ্তার কদর আলী মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের তছর আলীর ছেলে।
কদর আলীর বিরুদ্ধে করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরেই পুলিশ পলাতক এই আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে শনিবার বিকেলে আমরা কদর আলীকে গ্রেপ্তারে সক্ষম হই।

জেবি/এইচআই