মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ জুন ২০২৩ ০৮:২৩



কমলগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ জুন ২০২৩ ০৮:২৩

কমলগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

ছবি: মৌলভীবাজার প্রতিনিধি

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, শেখ হাসিনার সহায়তা তথ্যআপা পথ দেখায়’ এমন স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আয়োজনে কমলগঞ্জ পৌরসভা মাঠে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে আসা ৬ শতাধিক নারীর মধ্যে শুকনো খাবার ও কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৬ শতাধিক নারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ এমপি। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহা।

তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ (তথ্য আপা)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।


বিশেষ উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘কমলগঞ্জ তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা।

বক্তারা আরও জানান, প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয়— শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।

এ ছাড়া অনষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ তথ্য কেন্দ্রের কর্মকর্তারা, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা ও সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ।

এসএ/এইচআই