জামালপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ জুন ২০২৩ ০৭:১১
ছবি: সংগৃহীত
জামালপুরের
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ ২০২১-২০২২ অর্থ বছরে শুদ্ধাচার মনোনীত করার জন্য গত ১৯ জুন পুলিশ হেডকোয়ার্টাসে
সংশ্লিষ্ট কমিটির সভার পর সোহেল রানা নাম শুদ্ধাচার পুরুস্কারের তালিকায় প্রকাশিত হয়।
জানা যায়,
বাংলাদেশ পুলিশ ২০২১-২০২২ অর্থ বছরে শুদ্ধাচার মনোনীত করার জন্য ১৯ জুন পুলিশ হেডকোয়ার্টাসে
সংল্লিষ্ট কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মতৎপরতা বিবেচনা করে ইন্সপেক্টর জেনারেল
অব পুলিশ বাংলাদেশ এর নৈতিকতা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২১-২০২২ অর্থ বছরের
শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশ পুলিশের বিভিন্ন গ্রেডের ২১৭ জন কর্মকর্তা
ও কর্মচারীর তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানার
নাম রয়েছে ১৯৪ নম্বরে। পুরস্কারের মান ধরা হয়েছে ১ মাসের বেতনের সমপরিমাণ অর্থ।
এব্যাপারে
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত
হওয়ায় আমি পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ ও ময়মসসিংহের অতিরিক্ত
পুলিশ সুপার মোরশেদা খাতুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তাদের উৎসাহ ও সহায়তা
আমাকে কাজ করার সাহস জুগিয়েছেন। আমি তাদের কাছেই কাজ করার অনুপ্রেরণা পেয়েছি বলেই
শুদ্ধাচার পুরস্কার পাওয়ার সুযোগ পেয়েছি।
এসএ/