নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ জুন ২০২২ ০১:০৬
ফাইল ছবি
মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে
সোহেল হাজারী কোন কর্তৃত্ব বলে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য (এমপি), তা জানতে চেয়ে
রুল জারি করেছেন হাই কোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক
শুনানির পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ
এ রুল জারি করে।
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে
গরমিল থাকার অভিযোগ এনে রিট আবেদনটি করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর
রহমান। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও মো. বোরহান খান।
মো. বোরহান খান সংবাদমাধ্যমকে
বলেন, ‘মোখলেসুর রহমান গত ২৫ জুলাই স্পিকার বরাবর একটি চিঠি দেন। ওই চিঠিতে বির্তকের
বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিষয়টি
নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনে ওই আবেদন নিষ্পত্তির
নির্দেশনা চাওয়া হয়েছিল।’
এ আইনজীবী আরও বলেন, ‘২০২১ সালের
১৭ নভেম্বর উচ্চ আদালতের আরেকটি বেঞ্চ ওই রিট খারিজ করেন। এবার তিনি কোন কর্তৃত্ব বলে
এমপি হিসেবে রয়েছেন, তা চ্যালেঞ্জ করে এবং তার সংসদ সদস্য পদ বাতিল চেয়ে আরেকটি রিট
আবেদন করা হয়। ওই রিট আবেদনের শুনানি নিয়ে আজ রুল জারি করেন হাই কোর্ট।’
২০১৭ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪
আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সোহেল হাজারী প্রথমবার সংসদ সদস্য
নির্বাচিত হন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে জয়লাভ করেন।
ইউএইচ/কেএ