ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫:০৯
ছবি: সংগৃহীত
কয়েকজন ক্রিকেটারের
বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এদের মধ্যে
আছেন বাংলাদেশের নাসির হোসেনও। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব অভিযোগের কথা জানিয়েছে আইসিসি।
আইসিসির
পক্ষ থেকে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তাসহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ
দায়ের করা হয়েছে। ২০২১ সালে অনুষ্ঠিত আবুধাবি টি-টেন লিগ (ইসিবি) চলাকালীন আমিরাতের
ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণেই এসব অভিযোগ আনা হয়েছে।
মূলত দুর্নীতি
বিরোধী তিনটি ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে নাসিরকে। এসবের মধ্যে সন্দেহভাজন
ব্যক্তির কাছে থেকে উপহার নেওয়ার মত ঘটনাও রয়েছে।
ক্রিকেটের
সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ইসিবির দুর্নীতি বিরোধী ধারার ২.৪.৩ ধারা অনুযায়ী, ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার
নেওয়ার বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন নাসির। পাশাপাশি তদন্তে সহযোগীতা করতেও ব্যর্থ হয়েছেন তিনি।
এসএ/