ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১২
ছবি: সংগৃহীত
এডিস মশাবাহী
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকার
এবং বাকি তিনজন অন্যান্য জেলার বাসিন্দা। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে।
এদিকে গত
২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার ২৭
জন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জনে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা
৭৪ হাজার ৯৭৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮১৯ জন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০ হাজার ৫৮৪ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৯২ হাজার ২৬৩ জন।
এসএ/