ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ নভেম্বর ২০২২ ১১:৩১
ছবি: সংগৃহীত
ইমরান খানের
ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ থাকলেও রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য
জানিয়েছে আল-জাজিরা।
গত বৃহস্পতিবার
(৩ নভেম্বর) আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে
পাঞ্জাবের ওয়াজিরাবাদে ওই হামলা হয়। এতে দলীয় এক কর্মী নিহত হন এবং আহত হন ইমরান
খান ও পিটিআইয়ের কয়েকজন নেতাসহ ১৪ জন।
পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টার পর দেশটিতে ব্যাপক উত্তেজনা দেখা
দিয়েছে। হামলায় আহত ইমরান খান তাকে হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেলকে
দায়ী করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী
এবং সেনাবাহিনী এই অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে। শনিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী
শরিফ সর্বশেষ এ অভিযোগ বেশ জোরালোভাবেই প্রত্যাখ্যান করলেন বলে জানিয়েছে পাকিস্তানের
‘দ্য ডন’ পত্রিকা।
শাহবাজ শরিফ
বলেন, ‘এ ঘটনায় আমার জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে আমার (প্রধানমন্ত্রীর)
পদে থাকারই কোনো অধিকার নেই’। ইমরান খান যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সে বিষয়ে
কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যদি এটা (ইমরানের ওপর হামলার
প্রমাণ) পাওয়া যায় তাহলে আমি চিরতরে রাজনীতি ছেড়ে দেব।’
শাহবাজ শরিফ আরও বলেন,
সাবেক প্রধানমন্ত্রী ইমরান ‘মিথ্যা ও সস্তা ষড়যন্ত্র’ করে দেশের ক্ষতি করছেন। তিনি
সুপ্রিম কোর্টকে ‘গুরুতর’ এই অভিযোগের তদন্তের জন্য একটি পূর্ণ আদালত কমিশন গঠনের আহ্বান
জানান।
শাহবাজ শরিফ
বলেন, ‘আমি পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালকে একটি পূর্ণ আদালত
কমিশন গঠন করার জন্য অনুরোধ করছি। কারণ, একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই এই বিষয়ে সিদ্ধান্ত
নেওয়া উচিত।’
এর আগে প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম
শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল হামলায় জড়িত বলে ইমরাননের পক্ষ থেকে যে অভিযোগ
সামনে আনা হয় তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় দেশটির সেনাবাহিনী।
এমনকি গত
শুক্রবার (৪ নভেম্বর) ইমরানের অভিযোগকে ‘দায়িত্বহীন এবং অগ্রহণযোগ্য’ বলেও আখ্যায়িত করে সামরিক
বাহিনী।
সূত্র: আল-জাজিরা,
এসএল/