ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ এপ্রিল ২০২৪ ১১:৪৯



ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ এপ্রিল ২০২৪ ১১:৪৯

ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় রাতের আঁধারে সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে পার্বত্য এলাকার আঞ্চলিক শসস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এমএইচ/