আন্তর্জাতিক ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ মে ২০২৪ ০৮:২১



মুম্বাইয়ে ঝড়ে ভেঙে পড়ল বিলবোর্ড, নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ মে ২০২৪ ০৮:২১

মুম্বাইয়ে ঝড়ে ভেঙে পড়ল বিলবোর্ড, নিহত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের নিচে চাপা পড়া আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল।

বুধবার নতুন করে আরও দুটি মরদেহের খোঁজ মেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে উদ্ধার কাজ চলার সময় ওই দুটি মরদেহ নজরে আসে। কিন্তু তখন সেগুলো উদ্ধার করা যায়নি। বিলবোর্ডের নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা দেখতে এখনও অভিযান চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।

সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা নাগাদ ৬০ ঘণ্টা প্রতি কিমি বেগে ঝড় শুরু হয় মুম্বাইয়ে। ঝড়ে ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার বিলবোর্ড। সেই বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রল পাম্পের ওপর। ফলে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। এ ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৭৫।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মুম্বাই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এসএএল/