ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১০ জুলাই ২০২৪ ০৯:০১



ঘূর্ণিঝড় রিমালে পানি উন্নয়ন বোর্ডের ২২৮ কোটি টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১০ জুলাই ২০২৪ ০৯:০১

ঘূর্ণিঝড় রিমালে পানি উন্নয়ন বোর্ডের ২২৮ কোটি টাকার ক্ষতি

ফাইল ফটো; ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৯৫২টি স্থানে ৩৪৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ২২৮ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকা।

বুধবার (১০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, রনজিত চন্দ্র সরকার এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাজনীন নাহার রশীদ অংশগ্রহণ করেন।

বৈঠকে সাইক্লোন রিমালের আঘাতে পানি সম্পদ সম্পর্কিত সম্পদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলে বাঁধ ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ শুরু করায় ও ঘূর্ণিঝড় চলাকালীন নিরলসভাবে কাজ করে যাওয়ায় কমিটির পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে টেকসই বাঁধ নির্মাণ, বিদ্যমান বাঁধগুলো শক্তিশালীকরণের পাশাপাশি বাঁধ নির্মাণে মাটি খননের কারণে সড়ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।

ড্রেজারের মেশিন নিয়মিত পরীক্ষাকরণ, কাটার সেকশনগুলো পরিষ্কারকরণ ও পাম্প সঠিকভাবে চলছে কিনা তা মনিটরিংসহ প্রয়োজনে জনবল বৃদ্ধি করে ড্রেজার পরিচালনা করার জন্য সুপারিশ করা হয়।

/এসবি