ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ জুলাই ২০২৪ ১০:১৪



জামালপুরে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ নারীর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ জুলাই ২০২৪ ১০:১৪

জামালপুরে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ নারীর

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।  

নিহতরা হলেন- গৃহবধূ রোকসানা (৩২), তৃষ্ণা (১৭), খাদিজা (১১) ও সাদিয়া (১১)। 

স্থানীয়রা জানান, আজ বিকেলে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশু খাদিজা ও সাদিয়া। পরে তাদেরকে বাঁচাতে যায় রোকসানা ও তৃষ্ণা। এ সময় তারাও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। 

এমএইচ/