আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৪
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত
হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহতদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে জানা গেছে। আহত হয়েছেন
আরও ৯ জন।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি
হাইস্কুলে এই বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে
এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে
বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা
ঘটনাস্থলে আসেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলায় আহতদের মধ্যে অন্তত একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে অন্যত্র
সরিয়ে নেওয়া হয়েছে। রয়টারর্সের তথ্য মতে, হামলায় ৯ জন আহত হয়েছেন।
ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন
ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে
এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে,
কিশোরটি সেই স্কুলে পড়ে কিনা তা এখনও জানা যায়নি।
স্কুলটি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় ৭০
কিলোমিটার উত্তর-পূর্বে উইন্ডার শহরে অবস্থিত।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ব্যারো কাউন্টির
উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবারের হামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক মারা গেছেন।
এসএএল/