নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ জানুয়ারি ২০২৫ ০২:০০



ছাত্র ইউনিয়ন নেতা বিয়ারসহ আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ জানুয়ারি ২০২৫ ০২:০০

ছাত্র ইউনিয়ন নেতা বিয়ারসহ আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিমুল কুম্ভকার বিয়ারের ক্যানসহ আটকের পর মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় ছাড়া পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাস পেট্রোল টিম তাদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে।

একাধিক সূত্র জানায়, থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য মঙ্গলবার রাতে বিয়ার নিয়ে ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিমুলসহ আরও দুইজন রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। এসময়ে তাদের তল্লাশি করে ক্যাম্পাস পেট্রোল টিম। তাদের কাছ থেকে হান্টার বিয়ারের কয়েকটি ক্যান উদ্ধার করা হয়। এসমেয় ক্যাম্পাস পেট্রোল টিমের সঙ্গে ছাত্র ইউনিয়ন নেতার বাকবিতণ্ডা হয়। 

ক্যাম্পাস পেট্রোল টিম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত হন ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাঈন আহমেদ। তিনি সহকারী প্রক্টরকে অনুরোধ করেন যেন ছাত্র ইউনিয়নের নেতাদের পুলিশে দেওয়া না হয়। তবে সহকারী প্রক্টর সে অনুরোধ রাখেননি। তিনি মাঈন আহমেদকে বলেন, 'তোমরা এখন ভাল অবস্থায় নাই। এতো কথা বইলো না।'

শিমুল কুম্ভকারসহ তিনজনকেই থানা হাজতে আটক রাখা হয়। পরে আজ বুধবার দুপুরে মুচলেকা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। 

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ বলেন, 'শিমুলসহ তিনজনকে বিয়ারসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।'

নাম প্রকাশ না করার শর্তে ছাত্র ইউনিয়নের একজন নেতা বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, 'সহকারী প্রক্টর একজন জামায়াতি এক্টিভিস্ট। তিনি শিবিরের নেতাকর্মীদের পরামর্শে ছাত্র ইউনিয়ন নেতাদের থানা হাজতে পাঠান।'