নিজস্ব প্রতিবেদক
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৬ মার্চ ২০২৫ ০২:০২
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ মার্চ ২০২৫ ০২:০২
ছবি: সংগৃহিত
বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়ে ক্ষমা চাইলেন সিরাজগঞ্জ-১ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী রোমানা মোরশেদ কনকচাঁপা। তিনি বুধবার, ৫ মার্চ বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দলটির এক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা এবং সদরের কয়েকটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ সংসদীয় নির্বাচনের আসন। জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতির উপলক্ষে এ আসনের নেতাকর্মীদের নিয়ে কাজিপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্যের এক পর্যায়ে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি এবং ভূয়া বলে মন্তব্য করেন কনকচাঁপা। এতে ক্ষুব্ধ হন স্থানীয় নেতাকর্মীরা। তারা কনকচাঁপাকে ভূয়া ভূয়া বলে চিৎকার করতে থাকেন। খ্যাতিমান এ কণ্ঠশিল্পী ক্ষমা চেয়ে দ্রুত গাড়ি নিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। এসময়ে বিএনপির নেতাকর্মীদের কনকচাঁপার গাড়ি ঘিরে রেখে ভূয়া ভূয়া স্লোগান দিতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতা বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, কনকচাঁপারা হলো বসন্তের কোকিল। দলের খারাপ সময়ে এদের দেখা যায় না। কিন্তু সুসময়ে ঠিকই সুবিধা বাগিয়ে নেন। আবার দুঃসময়ের নেতাকর্মীদের কটাক্ষ করেন। ফলে দলের দুঃসময়ে যারা মাঠে থেকে রাজনীতি করেন তারা হতাশ হন।
এ বিষয়ে মন্তব্য জানতে রোমানা মোর্শেদ কনকচাঁপার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।