কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৯ মে ২০২২ ০৩:১৩



ছয় মাসে ৫০ শতাংশ দাম হারিয়েছে বিটকয়েন

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৯ মে ২০২২ ০৩:১৩

ছয় মাসে ৫০ শতাংশ দাম হারিয়েছে বিটকয়েন

ছবি : রয়টার্স

বিটকয়েনের মূল্য ক্রমাগত কমছে। গত চার মাসে প্রায় ৫০ শতাংশ দাম হারিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির বিনিময় নিয়ন্ত্রণকারী মার্কিন প্রতিষ্ঠান ‘কয়েনবেস’ জানিয়েছে, নভেম্বর থেকে কমতে কমতে বিটকয়েনের মূল্য ৩৪ হাজার ডলারের নিচে নেমে গেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রায় এক তৃতীয়াংশই বিটকয়েন। এর বর্তমান বাজারমূল্য ৬৪ হাজার কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ লাখ কোটি টাকা। এর দাম সর্বোচ্চ ছিল গত বছরের নভেম্বরে। কিন্তু এর পর থেকেই দাম হারাতে থাকে বিটকয়েন। ‘কয়েনবেস’ বলছে, আন্তর্জাতিক শেয়ারবাজারের সূচক নিম্নমুখী হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম কমতে থাকে। গত সোমবারও এশিয়ার কিছু শেয়ারবাজারে দরপতন অব্যাহত থাকে। এর মধ্যে জাপানের নিক্কেই-এর সূচক কমেছে প্রায় আড়াই শতাংশ।

ক্রিপ্টোকারেন্সির বাজারে বিটকয়েনের পরেই আছে ‘ইথারিয়াম’। এই ভার্চুয়াল মুদ্রারও দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে ১০ শতাংশের বেশি দাম হারিয়েছে ইথারিয়াম।

যদিও ২০২২ সালের বেশিরভাগ সময় ক্রিপ্টোকারেন্সির বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। ভার্চুয়াল মুদ্রার বাজার স্বাভাবিক ছিল ২০২১ সালেও।

এই বাজারে বেশ কয়েক বছর ধরেই আধিপত্য ছিল ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের। সম্প্রতি পেশাগত বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সির এই বাজারে বিপুল অর্থ বিনিয়োগ করতে থাকে। এসব পেশাদার বিনিয়োগকারীদের অনেকেই আবার আন্তর্জাতিক শেয়ারবাজারের সঙ্গে যুক্ত। এর ফলে ক্রিপ্টোকারেন্সির বাজারে শেয়ারবাজারের উত্থান-পতনের প্রভাব পড়তে শুরু করে। এই পেশাদার বিনিয়োগকারীদের অনেকেই এখন এই ভার্চুয়াল বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন।  

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব নিয়েও উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। গত বছর এল সালভাদর ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র  বিটকয়েনকে বৈধতা দেয়। এর ফলে দেশ দুটির ভোক্তারা মার্কিন ডলারের পাশাপাশি সমস্ত লেনদেনে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। যদিও এই সিদ্ধান্ত বাতিল করতে দুই দেশের সরকারকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সূত্র : বিবিসি।

 

জেডএস/এএল