কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ জুলাই ২০২২ ০৭:১৪



আজব এক সুলতান বটে

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ জুলাই ২০২২ ০৭:১৪

আজব এক সুলতান বটে

ফাইল ছবি

এ এক আজব রাজার তাজ্জব করা গল্প! না এটা কোনো গল্প নয়, বাস্তব। তবে এটা ‘রাজা’ হবে না, তিনি ব্রুনেইয়ের সুলতান। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ ব্রুনেই। তবে সে দেশের সুলতানের ধনসম্পত্তির গল্প মোটেও ছোট নয়।

বিদেশি সংবাদমাধ্যমগুলোর দাবি, ব্রুনেইয়ের সুলতানের কাছে ৩০টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। শুধু কি তাই, তার বিলাসবহুল বাসভবনের ঝাড় বাতিগুলোয় বাল্ব লাগে ৫২ হাজার। এখানেই শেষ নয়, তিনি প্রতি মাসে তার চুল কাটাতে খরচ করেন প্রায় ২০ লাখ টাকা।

১৯৬৭ সালের ৫ অক্টোবর ব্রুনেইয়ের সিংহাসনে বসেন তৃতীয় হাসান-আল বোকাইয়া ইবন ওমর আলি সইফউদ্দিন। তবে এটা তার পোশাকি নাম। গোটা দুনিয়া তাকে হাসান-আল বোকাইয়া নামেই চেনে। দুনিয়া তাকে যে নামেই চিনুক না কেন, ব্রুনেইয়ের সুলতানের এক বিঘৎ লম্বা নাম-পদবি আছে, যেটা উচ্চারণ করতে গেলে দম নিতে হয়। কী সেই নাম? ‘সুলতান হাজি হাসান-আল বোকাইয়া মুইজ্জদ্দিন ওয়াদ্দালাহ ইবনি আল-মরহুম সুলতান হাজি ওমর আলি সইফউদ্দিন সা’দুল কাহিরি ওয়াদ্দেন।’ একবার চেষ্টা করে দেখতে পারেন, একবারে বলতে পারেন কি না!

সুলতানের আরও একটি পদবি আছে। তিনি ব্রুনেইয়ের দার-উস-সালেমের ইয়াং দি-পার্তুয়ান। তিনি সুলতানই শুধু নন, পাশাপাশি তিনি ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীও বটে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিজের হাতে রেখেছেন ৭৬ বছরের এই সুলতান। তিনি বিয়ে করেছেন তিনটি।

এতক্ষণ তো উনার নাম দেখলেন, এবার চলুন উনার সম্পত্তির দিকে নজর ঘোরানো যাক। তার মোট সম্পত্তির অর্থমূল্য ৩০ বিলিয়ন পাউন্ড বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে।

এত বিপুল অর্থের মালিক, নিশ্চয় তিনি তার ধনসম্পদকে যক্ষের ধনের মতো আগলে রেখেছেন, তাই না? কিন্তু বাস্তব ঠিক তার উল্টো। তিনি যেমন প্রভূত অর্থের মালিক, তার খরচের হাতও তেমন। তিনি তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পানির মতো অর্থ ব্যয় করেন।

সুলতানের কাছে কম করে হলেও সাত হাজার গাড়ি রয়েছে। তার মধ্যে ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বরগিনি, ২৫৮টি অ্যাস্টোন মার্টিন, ১৭২টি বগাটি, ২৩০টি পোর্সে, ৩৫০টি বেন্টলি, ৬০০টি রোলস রয়েস, ৪৪০টি মার্সিডিজ বেঞ্জ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডাব্লিউ, ২২৫টি জাগুয়ার এবং ১৮৩টি ল্যান্ড রোভার রয়েছে। হাজার হাজার গাড়ি নিজের প্রাসাদেই রাখেন সুলতান। সেগুলো রাখার জন্য প্রাসাদে ১১০টি গ্যারেজ রয়েছে। সেখানেই রাখেন তার এই সাত হাজার গাড়ি।

গাড়ির পাশাপাশি বিমানেরও শখ রয়েছে সুলতানের। তার বোয়িং ৭৪৭ বিমানের দাম ৩ হাজার ৩০৪ কোটি টাকা। তাতে রয়েছে সোনায় মোড়ানো বেসিন, জানালা, টেবিল ও দামি দামি চামড়ার আসন।

এমন সুলতানের বাসভবন কেমন হতে পারে, তা আন্দাজ করা কঠিন কিছু নয়। ১৯৮৪ সালে ‘ইস্তানা নুরুল ইমান’ নামের প্রাসাদটি নির্মাণ করেন সুলতান।

২০ লাখ বর্গফুটের এই প্রাসাদটির নাম 'গিনেস বুক অব রেকর্ডস' এ ঢুকে পড়েছে। এটাই না কি বিশ্বের সর্ববৃহৎ প্রাসাদ। এই প্রাসাদে ২২টি সোনার গম্বুজ, ১৭০০টি কামড়া, ৫টি বিশাল সুইমিং পুল ও ২৫৭টি শৌচাগার রয়েছে। এ ছাড়া তার নিজস্ব চিড়িয়াখানায় ৩০টি রয়েল বেঙ্গল টাইগার, অসংখ্য বাজপাখি ও কাকাতুয়াসহ অনেক জীবজন্তু রয়েছে।

সুলতানের প্রাসাদে নাকি ঝাড়বাতি রয়েছে ৫৬৪টি। এই ঝাড় বাতিগেুলোয় আলো ফোটাতে ৫১ হাজার বাল্ব লাগে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কেএন/কেএ