কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ মে ২০২২ ১২:২৩



গ্রাহক কমায় নেটফ্লিক্সে কর্মী ছাঁটাই

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ মে ২০২২ ১২:২৩

গ্রাহক কমায় নেটফ্লিক্সে কর্মী ছাঁটাই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নেটফ্লিক্সের কার্যালয়। ছবি : সংগৃহীত

গ্রাহক হারানোর কারণে কর্মী ছাটাই করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত এক দশকে প্রথমবারের মতো গ্রাহক কমে যাওয়া যুক্তরাষ্ট্রে ১৫০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।

‘ওভার দ্য টপ’ বা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বের অন্যতম বড় বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে নেটফ্লিক্স। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে কর্মী কমানোর ঘোষণা আসে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দেড়শ কর্মী কমানোর মধ্য দিয়ে উত্তর আমেরিকায় নেটফ্লিক্সের ২ শতাংশ জনবল কমে গেল।

নেটফ্লিক্স এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানির আয় কমে যাওয়ায় তাদের কর্মী কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তির যোগ্যতার কারণে নয়, প্রাথমিকভাবে ব্যবসার চাহিদা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রকৃতপক্ষে আমাদের কোনো কর্মীকেই বিদায় জানাতে চাই না।’

কোন বিভাগ থেকে কতজন কর্মী ছাটাই হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটির নিয়োগ, যোগাযোগ ও কনটেন্ট বিভাগে কর্মী ছাঁটাই হয়েছে। অবশ্য চাকরি হারানো অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে শুরু করেছেন।

বিশ্বজুড়ে নেটফ্লিক্সের ২২ কোটি গ্রাহক রয়েছে এবং এখনও তারা স্পষ্টভাবে বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে গত কয়েক বছর ধরে ডিজনি প্লাস, এইচবিও কিংবা অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের তীব্র প্রতিযোগিতা চলছে।

গত মাসে কোম্পানির আর্থিক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে গ্রাহক ফি বাড়ানোর সিদ্ধান্তের কারণে তাদের গ্রাহক কমেছে। যুদ্ধের কারণে ৭ লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স।

কর্মী কমানোর পাশাপাশি কনটেন্ট কেনা এবং নিজস্ব নির্মাণও কমিয়ে দিয়েছে নেটফ্লিক্স। ব্যয় সংকোচনের চেষ্টায় মে মাসে অ্যানিমেশন সিরিজ পার্লের নির্মাণও বন্ধ ঘোষণা করা হয়, যেখানে মেগান মার্কেলের থাকার কথা ছিল।

সূত্র : বিবিসি

এএল/