কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ এপ্রিল ২০২২ ০৩:১৩
দৃষ্টিশক্তি ফেরাতে
রেটিনা প্রতিস্থাপন করেছিলেন- এমন হাজার হাজার মানুষ
দুশ্চিন্তায় পড়ে গেছেন। কারণ যে ‘বায়োনিক আই’ ব্যবহার করে এই প্রতিস্থাপন করা হতো,
তা বানানো বন্ধ করে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সেকেন্ড সাইট’। ফলে যারা
‘বায়োনিক আই’ পাল্টাতে কিংবা নতুন প্রতিস্থাপন করতে চান, তারা এখন অনেকটাই
অন্ধকারে পড়ে গেছেন।
‘বায়োনিক আই’ মূলত এক
ধরনের কৃত্রিম চোখ। যারা চোখে আংশিক দেখতে পান কিংবা কিছুই দেখতে পান না, মূলত
তারাই এই ‘বায়োনিক আই’ ব্যবহার করেন। এই যন্ত্র মানুষের মস্তিষ্কে ‘ইমেজ সেনসেশন’
পাঠায়। এই যন্ত্রে রয়েছে ইমেজ সেন্সর, মাইক্রো প্রসেসর, রিসিভার, রেডিও
ট্রান্সমিটার ও রেটিনাল চিপস রয়েছে। রয়েছে বিশেষ ধরনের ভিডিও ক্যামেরাও। বাজারে
সাধারণত যে বায়োনিক আই পাওয়া যায়, সেটি উদ্ভাবন ও উৎপাদন করে যুক্তরাষ্ট্রভিত্তিক
প্রতিষ্ঠান ‘সেকেন্ড সাইট’। আর বায়োনিক আই উৎপাদনের প্রযুক্তির নাম ‘আরগাস টু
রেটিনাল প্রোসথেসিস সিস্টেম’।
সেকেন্ড সাইট যে
বায়োনিক আইয়ের উৎপাদন বন্ধ করে দিয়েছে, সে বিষয়টি সামনে আনে প্রযুক্তিবিষয়ক
সাময়িকী ‘আইইইই স্পেকট্রাম’। এক প্রতিবেদনে ‘আইইইই স্পেকট্রাম’ জানায়, কয়েক বছর
আগেই বায়োনিক আইয়ের উৎপাদন বন্ধ করে দেয় সেকেন্ড সাইট। এর পরিবর্তে তারা এখন
মস্তিষ্ক প্রতিস্থাপনে বেশি মনোযোগ দিয়েছে।
‘আইইইই স্পেকট্রাম’ আরও
জানায়, সেকেন্ড সাইট এখন বায়োফার্মাসিটিক্যাল কম্পানি ‘ন্যানো প্রিসিশন মেডিক্যাল’
এর সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা করছে।