ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জানুয়ারি ২০২৫ ১০:৩১



পায়ের রগ কেটে ও পিটিয়ে আ.লীগ কর্মীকে হত্যা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জানুয়ারি ২০২৫ ১০:৩১

পায়ের রগ কেটে ও পিটিয়ে আ.লীগ কর্মীকে হত্যা

পরিবারের আহাজারি; ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে কওসার লস্কর (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কওসার ওই গ্রামের লৎফর লস্করের ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ২০ থেকে ২৫ জন মানুষ চানপাড়া গ্রামে কওসার লস্করের বাড়িতে আসে। এরপর পুলিশ পরিচয়ে তারা কওসারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রেল লাইনের ধারে বন্ধ গেট নামক স্থানে তাকে পায়ের রগ কেটে ও পিটিয়ে ফেলে রেখে যায় তারা।

ওই গ্রামের বাসিন্দা রুবেল লস্কর বলেন, ‘পাশের কোনো এলাকা থেকে তাকে কুপিয়ে এখানে ফেলে রেখে গেছে। দেখে এমনটাই মনে হচ্ছে।’

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। নিহত কাওসার জামায়াতের দুই কর্মী হত্যা মামলার আসামি ছিলেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

/এসবি