জামালপুর সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ নভেম্বর ২০২৩ ০৫:২৬



জামালপুরে কারাগারে দুই আসামীর মৃত্যু

জামালপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ নভেম্বর ২০২৩ ০৫:২৬

জামালপুরে কারাগারে দুই আসামীর মৃত্যু

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে তারা দুইজন অসুস্থ হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, মাদক মামলার আসামি শাহীন হাওলাদার চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিল। রাত ১২টায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিল। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকেও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর মধ্যে শাহীন হাওলাদার মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিন ফকিরের ছেলে এবং ইয়াকুব আলী মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

জেডএস/