কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ মে ২০২২ ০২:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটের বাইরে দুই পক্ষের মধ্যে কয়েক
দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা সকাল পৌনে ১০টার সময় ঢাকা
মেডিকেলের জরুরি বিভাগের গেইট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের পথে কেন্দ্রীয়
শহীদ মিনারের সামনে ছাত্রলীগ কর্মীদের বাধার সম্মুখীন হয়।
ঢাবির জগন্নাথ
হল ও এস এম হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলের বহির্বিভাগে
অবস্থান নেয়। এ সময় দুই পক্ষই ঢিল ছুড়তে থাকে, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে
পুলিশ এসে নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, কিছুদিন যাবৎ ছাত্রদলের নেতারা
ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছিল। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। আজকে তাদের এই কয়েকদিনের
নানা ধরনের উসকানির প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা
। আমরা এই প্রতিবাদকে স্বাগত জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন অভিযোগ করেছেন, তাদের মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজন
কর্মীকে আহত করেছে ছাত্রলীগ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও দাবি করেছেন
তিনি।
তিনি বলেন, ঢাকা
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করার জন্য আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা
মেডিকেল থেকে রওনা হই। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা
নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা
করে। আমাদের ২০-২৫ জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা
জানাই।
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান দাবি করেন, ছাত্রলীগের হামলায় ছাত্রদলের সিনিয়র
সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া,
সাবেক সহ-সাধারণ সম্পাদক
আক্তার হোসেন, ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক এজাজুল কবির জুয়েল, জগন্নাথ হলের সাবেক আহ্বায়ক
ও ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মজুমদার, আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ ছাত্রদলের
অন্তত ৪০ নেতাকর্মী আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংঘর্ষের বিষয়ে
পুলিশের কাছে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, কিছুদিন আগে ছাত্রদলের
নব নির্বাচিত সাধারণ
সম্পাদক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
করেন। এজন্য ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে।
জেডএস/এমআর