ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ নভেম্বর ২০২২ ১০:০৩



তানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ নভেম্বর ২০২২ ১০:০৩

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ছবি: রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে ‘প্রিসিশন এয়ার’-এর বিমানটি অবতরণের সময় ৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া হ্রদে (লেক) পড়ে যায়।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আহত ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

বুকোবার আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, ২ পাইলট ও ২ কেবিন ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন।

বিমানটি রবিবার সকালে তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার-এস-সালাম থেকে ছেড়ে যায়। এরপর ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে বিমানটি বুকোবার ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।

কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে বলেন, আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটির বেশির ভাগ অংশ হ্রদের পানিতে ডুবে গেছে। শুধু বিমানের পেছনের অংশ পানির ওপরে রয়েছে।

সূত্র : বিবিসি

এসএল/