ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ জানুয়ারি ২০২৩ ০১:৫৪
ছবি: সংগৃহীত
মধ্য আফ্রিকার
দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। রবিবার
(১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা
ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, উপাসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা
হামলায় সব তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয় বলে জানা গেছে।
বোমা হামলার
পেছনে কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী ‘এডিএফ’ জড়িত বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। যদিও
কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি।
এদিকে ভয়াবহ
এই বোমা হামলার নিন্দা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কঙ্গো সরকার।
এ বিষয়ে
কঙ্গোর সামরিক মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশাই বলেছেন, ‘এটি স্পষ্ট যে, এডিএফ সন্ত্রাসীরাই
এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। কঙ্গোর সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি অভিযানে তারা
বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।’
মুয়ালুশাই
বলেন, গির্জাতে হামলা চালাতে ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ ব্যবহার করা হয়েছে।
সূত্র: বিবিসি
এসএল/এইচআই