ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ জানুয়ারি ২০২৩ ১০:৩৮
ছবি: সংগৃহীত
কেনিয়া-উগান্ডা সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রবিবার (৮ জানুয়ারি) দুর্ঘটনাকবলিত বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল এবং উগান্ডা থেকে
সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরই তা দুর্ঘটনার মুখে পড়ে।
উগান্ডার
আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের বেশির ভাগই
কেনিয়ার নাগরিক। এ ছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন।
আল-জাজিরা
বলছে, বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাচ্ছিল এবং শনিবার গভীর
রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে সেটি দুর্ঘটনার মুখে পড়ে।
টাইটিকা
বলেন, চালক দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটি রাস্তা থেকে উল্টে যায়। তিনি
আরও বলেন, ‘বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত
পাওয়া গেছে।’
সাম্প্রতিক
দিনগুলোতে পূর্ব আফ্রিকার এই দেশটিতে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর তাই উগান্ডা সরকার
সড়ক নিরাপত্তা উন্নত করার চেষ্টায় নতুন ব্যবস্থা জারি করার পরিকল্পনা করছে।
সূত্র: আল-জাজিরা
এসএল/এইচআই