ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ নভেম্বর ২০২২ ০৪:০৬



ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ নভেম্বর ২০২২ ০৪:০৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত  বেড়ে ১৬২

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ এবং ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কম্পাসডটকম এবং দেতিক ডটকম।

তবে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সর্বশেষ তথ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২ উল্লেখ করা হয়েছে। স্থানীয় এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। আজ সোমবার (২১ নভেম্বর) দেশটির মূল দ্বীপ জাভায় এই ভূমিকম্প আঘাত হানে।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান মেট্রো টিভিকে বলেন, ‘এখন পর্যন্ত শুধু হাসপাতাল থেকে (সিয়ানজুর শহরের হাসপাতাল) আমি যে তথ্য পেয়েছি, প্রায় ২০ জন মারা গেছেন। কমপক্ষে ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে এটি আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায়, সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।

সূত্র: এএফপি, রয়টার্স

এসএল/এমএইচ