ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ নভেম্বর ২০২২ ০৮:৩৬



চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ নভেম্বর ২০২২ ০৮:৩৬

চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬

প্রতীকী ছবি

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার (২১ নভেম্বর) বিকেলে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এ ছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউসে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

সূত্র: এনডিটিভি

এসএল/