কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ আগস্ট ২০২২ ০২:২২
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার
লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। আজ দুপুর এই ঘটনা ঘটে।
নিহতরা চা-শ্রমিক হলেন- হিরা বুমেজ
(৩৩), রিনা বুমেজ (২২) রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর
লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি
ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসএ/