কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ মে ২০২২ ১১:৩৩



বন্যার পানি কমছে সিলেটে

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ মে ২০২২ ১১:৩৩

বন্যার পানি কমছে সিলেটে

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চার দিন ধরে পানিবন্দি সিলেট নগরীর বাসিন্দারা। তবে শুক্রবার বিভিন্ন স্থানে পানি কমতে দেখা গেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ১৩ উপজেলার মধ্যে ১০ উপজেলার ৮৬ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে ১৫ লাখ মানুষ।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা বলেন, জকিগঞ্জে তিন নদীর মোহনার বাঁধ ভাঙায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এখন পর্যন্ত ৩০-৩৫টি জায়গায় বাঁধ ভেঙে গেছে। পানির বেগ না কমলে ঝুঁকিতে রয়েছে বাঁধগুলো এবং পানি না কমা পর্যন্ত এগুলো সংস্কার করাও যাবে না।

ভারতের আসাম থেকে বরাক নদী জকিগঞ্জের অমলসিদে এসে দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারায় পরিণত হয়েছে। তিন নদীর এই মোহনায় ভাঙনের ফলে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও নগরের পানি আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

নগরীতে বন্যাদুর্গত এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশুদ্ধ পানি, খাবার ও স্যানিটেশন সংকট প্রকট আকার ধারণ করেছে। রয়েছে বিদ্যুৎ, গ্যাসের ভোগান্তি। সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকাগুলোতে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে বলে জানিয়েছে সিসিক (সিলেট সিটি কর্পোরেশন)। নগরীর ১০ নম্বর ওয়ার্ড পুরোটাই সুরমা নদী তীরবর্তী। এই ওয়ার্ডে তিনটি আশ্রয়কেন্দ্র খুলেছে সিসিক। আশ্রয়কেন্দ্রের বাইরে এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষ চার দিন ধরে পানিবন্দি রয়েছেন। একই অবস্থা নগরীর অন্য বন্যাকবলিত এলাকাগুলোতেও।