নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ মে ২০২২ ১০:০৫



‘বাংলার মাটি বাংলার জল’ মঞ্চায়ন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ মে ২০২২ ১০:০৫

‘বাংলার মাটি বাংলার জল’ মঞ্চায়ন আগামীকাল

আগামীকাল (২৯ মে) রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রনাথের রচনা ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচিত। তবে নাটকটির মূল চরিত্র রবীন্দ্রনাথ নিজেই।

কলকাতা থেকে পারিবারিক জমিদারির দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথকে আসতে হলো বাংলাদেশের শিলাইদহ-শাহজাদপুর-পতিসর-এ। এখানকার নায়েবের আয়োজন করা অভ্যর্থনার আতিশয্য সহজ সরল জীবনে অভ্যস্ত রবীন্দ্রনাথকে মুগ্ধ করে না। আর তাইতো রাজা সম্বোধন শুনে তিনি বলে ওঠেন- ‘কে রাজা? আমি তো রাজা নই’ কিংবা উপস্থিত গ্রামবাসীকে বলেন, ‘আমি এসেছি তোমাদের সঙ্গে থাকবো মিলবো বলে’।

বাংলাদেশে আসার সময় রবীন্দ্রনাথ ভাতিজী ববকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবী) কথা দিয়ে এসেছিলেন, বাংলাদেশে এসে যা কিছু দেখবেন তার সবই লিখে জানাবেন। শিলাইদহ-শাহজাদপুর-পতিসর এ বাংলাদেশের প্রকৃতির রূপ নতুন করে আবিষ্কার করতে থাকেন রবীন্দ্রনাথ। মানুষগুলোকেও আবিষ্কার করতে থাকেন নতুন রূপে। আর এসবের বর্ণনা চিঠি আকারে পৌঁছে যেতে থাকে ইন্দিরা দেবীর কাছে। কলকাতায় বসে কাকার চিঠির বর্ণনা পড়তে পড়তে ইন্দিরার সামনে এসে উপস্থিত হয় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ও প্রকৃতি।

কবিগুরুর সেসব ঘটনাকে অবলম্বন করে থিয়েটার সংগঠন পালাকারের আলোচিত নাটক ‘বাংলার মাটি বাংলার জল’ এর মঞ্চায়ন হবে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান।

আরকে/টিটি