নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩১ মে ২০২২ ০২:৫২
দাদি শেখ সায়েরা খাতুনের ৪৭তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মঙ্গলবার (৩১ মে) পারিবারিক সফরে
টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে দুপুর সোয়া
১২টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান বলে
জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী
উপলক্ষে টুঙ্গিপাড়ায় এসেছেন। এটি তাদের পারিবারিক কর্মসূচি।’
প্রধানমন্ত্রীর প্রেস উইং
থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরিবারের অন্য সদস্যদের নিয়ে তারা
দোয়া-মোনাজাতে অংশ নেন। এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে দাদা শেখ লুৎফর রহমান ও দাদি
শেখ সায়েরা খাতুনের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি
সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন। তার সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায়
নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া
ছাড়ার কথা।
ডিডি/কেএ