নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ জুন ২০২২ ০১:২১



শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক নয় : পিটার হাস

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ জুন ২০২২ ০১:২১

শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক নয় : পিটার হাস

ফাইল ছবি

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সঙ্গে বাংলাদেশের তুলনা করতে রাজি নন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার যুক্তি, সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো। এ কারণে বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে মেলানো যাবে না।

মঙ্গলবার (০১ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটার হাস এ মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো নয়। বাংলাদেশ নিজের অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকা সার্বভৌম একটি দেশ, যে দেশটা সামষ্টিকভাবে অর্থনীতিতে খুব ভালো অবস্থানে রয়েছে।’

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত থাকা এবং ঋণ নেওয়ার সময় বাংলাদেশের সতর্ক অবস্থানের বিষয়টিও ইতিবাচক বলে মনে করেন এই মার্কিন কূটনীতিক। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যারা কোন উৎস থেকে কোন শর্তে ঋণ নিচ্ছে, সে বিষয়ে খুব সতর্ক রয়েছে। আন্তর্জাতিক ঋণের ক্ষেত্রে চীন থেকে নেওয়া ঋণ তুলনামূলক কম। বেশির ভাগ ঋণ এডিবি ও বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া। সুতরাং শ্রীলঙ্কায় যা ঘটছে, তার সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট তুলনীয় নয়।’

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করেন পিটার। তার মতে, এই যুদ্ধের কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ক্ষতি করে ফেলেছে। এর ফলে দরিদ্র মানুষের ব্যয় বেড়ে যাওয়ার মতো চ্যালেঞ্জও বর্তমানে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে।

সূত্র : কেএন/কেএ