বেঙ্গল নিউজ ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ অক্টোবর ২০২২ ০৯:৫৮
সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে বসত ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া
বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত
করেছেন।
নিহতরা হলেন, মবুপুর নতুন পাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশনারা (৪০) তার মেজ ছেলে জিহাদ (১০) ও ছোট ছেলে মাহিন (৩)।
রওশনারার স্বামী সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন বলে স্বজনরা জানান।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শনিবার বিকেলে রওশন আরার বোন
পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান।
তখন ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তারা তালা ভেঙে বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে
থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা কাণ্ড। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।
জেবি/