সিরাজগঞ্জ সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ অক্টোবর ২০২২ ১০:৩১
ছবি-সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির
ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সিরাজগঞ্জর পুলিশ সুপার
আরিফুর রহমান মন্ডল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ ঢাকা জেলার
সাভার ও আশুলিয়া থানায় এবং মানিকগঞ্জ জেলার শিবালয় ও দৌলতপুর থানায় অভিযান চালিয়ে তাদের
আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ১৫ হাজার টাকা, ১৭ টি মোবাইল ফোন এবং ডাকাতি
সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, ঢাকা জেলার মো. রাজিব
হোসেন (২৩), মানিকগঞ্জ জেলার মো. আলমগীর শেখ (৩২), মো. শরিফ মোল্লা (২৩), মো.
জাহিদ মোল্লা (৪০), মো. সাইফুল ইসলাম (২২), ফরিদপুর জেলার মো. সাদেক মাতব্বর ওরফে
সানি (৩০)।
জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান,
তারা বিভিন্ন জেলায় যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি করার কথা
সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় তাদের
বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় উন্নত তথ্যপ্রযুক্তি
ব্যবহার করে তাদের আটক করা হয়।
জেবি/