সিরাজগঞ্জ সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ অক্টোবর ২০২২ ১০:১৬
ছবি-সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার উদ্যোগে শনিবার
(১৫ অক্টোবর) আগামী ১৭ অক্টোবর লালন প্রয়াণ দিবসটি জাতীয়ভাবে পালনের দাবিতে র্যালি,
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
জেলা জাসদ কার্যালয় থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে
পুরো শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়েছে।
র্যালি শেষে বীরমুক্তিযোদ্ধা এমএ রউফ পৌর মুক্তমঞ্চে আলোচনা সভা ও
লালন সংগীত পরিবেশিত হয়। জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা
সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা
সম্পাদক জিয়াউর হক মুক্তা।
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর শাহীন,
সিরাজগঞ্জ জেলা লালন সংসদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মুক্তিধাম আখড়াবাড়ির
প্রধান সেবক আনান বাউল, পৌর জাসদের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিপ্লব প্রমুখ।
আলোচনা শেষে লালন সংগীত পরিবেশনা করেন আনান বাউল, পরশ তালুকদার,
মেরাজ লালন, মাহফেজ ফকির, নজরুল ফকির, মিলন ফকির, হৃদয়, শুভঙ্কর শুভ ও জেলার
বিভিন্ন লালন ভক্তরা।
জেবি/