নওগাঁ সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ অক্টোবর ২০২২ ০৯:৩২



‘স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা অনস্বীকার্য’

নওগাঁ সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ অক্টোবর ২০২২ ০৯:৩২

‘স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা অনস্বীকার্য’

ছবি: নওগাঁ সংবাদদাতা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে ওপার-এপার বাংলার সংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে মিল রয়েছে। কাজেই দুই বাংলার সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পর্কের মেলবন্ধন আরও সমৃদ্ধ ও বন্ধুর্তপূর্ণ করা সম্ভব।’

বৃহস্পতিবার রাত ৯টায় নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী ভরতনাট্যম ও উদয়শঙ্কর ড্যান্স স্টাইল ওয়ার্কশপ- এর সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, ওয়ার্কশপ কন্ডাক্টর সুমি সেন কুন্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো. হারুন-অল-রশিদ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন।

ভবিষ্যতে আরও বেশি বেশি কর্মশালা আয়োজনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে যে কোনও দেশকেই শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা সম্ভব।’

পরে খাদ্যমন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী ৬৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।  সব শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের সমন্বয়ে একটি নৃত্য পরিবেশিত হয়।

জেবি/