ভোলা সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ অক্টোবর ২০২২ ১০:০২



ভোলায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত

ভোলা সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ অক্টোবর ২০২২ ১০:০২

ভোলায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত

ছবি-ভোলা সংবাদদাতা

'গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ' এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বিশ্ব শিশু দিবস  ও শিশু অধিকার সপ্তাহ পালনের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিবেক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,  ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু।

শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সিয়েনা তাসকিয়া, জায়মা জাহান ও নিশাত ফারজানা।

প্রধান অতিথির বক্তব্যে মো. তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, ‘আগামীতে আমরা থাকবো না। এ শিশুরাই আমাদের স্থান নিবে। তাই ছোট বেলা থেকেই তাদের মেধা ও মননে বড় করে তুলতে হবে। তাদের শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ বানাতে হবে। তাদের মানবিক বানাতে হবে। শিশুদের চিন্তা চেতনাকে বিকশিত করতে খেলাখুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। ‘

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কবিতা আবৃত্তি করে সিয়েনা তাসকিয়া। পরে সপ্তাহব্যাপী গান, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শুরু হয়।