পিরোজপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ অক্টোবর ২০২২ ০৭:৫২
ছবি: পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুরের স্বরূপকাঠিতে নতুন বসানো একটি
টিউবওয়েল থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। একই সাথে দাউ
দাউ করে জ্বলছিল আগুন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ৯নং
ওয়ার্ডের মাহমুদকাঠি বাহাদুর বাড়িতে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন
নিয়ন্ত্রণে আনে। সংবাদটি ছড়িয়ে পড়লে টিউবওয়েল ও আগুন দেখার জন্য ওই বাড়িতে উৎসুক
জনতা ভিড় করছে।
ওই এলাকার ইউপি সদস্য মো. শরীফ মাহমুদ জানান,
মাহমুদকাঠি বাজারের দোকানি মো. ফরিদ হোসেন তার বাড়িতে একটি স্যালো টিউবওয়েল বসানোর
কাজ করছিলেন। রবিবার দুপুরের দিকে মিস্ত্রিরা টিউবওয়েলের পাইপটি ৯০ ফুট গভীরে প্রবেশ
করানোর পর দেখেন সেখান থেকে অনবরত আগুন বের হচ্ছে। প্রথমে তারা পানি দিয়ে আগুন
নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা স্বরূপকাঠি ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার
সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে তারা আশপাশের
লোকজনকে ওই টিউবওয়েলের কাছে আগুন ধরানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি
সতর্ক থাকতে বলেন।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন
ইনচার্জ আব্দুস সালাম জানান, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়াও
এলাকার লোকজনকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি তার
নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার
জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জেনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অফিসের কাজে পিরোজপুরে আছি। এখান থেকে ফিরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।
জেবি/