বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ অক্টোবর ২০২২ ০৩:৪০
ছবি-বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা
বরিশালের বাবুগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির
উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরসাত ফাতিমার সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য
রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. আক্তার উজ্জামান মিলন, উপজেলা
ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, বীর প্রতীক রত্তন আলী শরীফ,
মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনায়াত
করিম ফারুক, মফিজুর রহমান পিন্টু, ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক
মাসুদ আহম্মেদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুবাস সরকার জানান, বাবুগঞ্জ উপজেলায় মাসব্যাপী
২২৩টি প্রতিষ্ঠানে ১৮২৫২ জন শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ডোজের ৫৬ দিন পর থেকে দ্বিতীয়
ডোজ দেওয়া হবে।
জেবি/