তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ অক্টোবর ২০২২ ০৩:১০
ছবি:তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিনে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে প্রায় ৫শ’ কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চরজহির
উদ্দিন, চর মোজাম্মেল, সিডার চর ও চর নাছরিনে জোয়ারের পানিতে শতাধিক পুকুরের মাছ ও
অসংখ্য গবাদিপশু ভেসে গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিম দূর্গত এলাকা
পরিদর্শন করেছে।
গত সোমবার রাতে অধিকাংশ
সড়কের পাশে গাছ পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের
সহায়তায় গভীর রাতেই গাছ অপসারণ করে, যান চলাচল স্বাভাবিক করেছে। এছাড়াও
প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে মেঘনার বিভিন্ন ঘাটে বেঁধে রাখা অনেক নৌকার মাস্তুল
ভেঙে গেছে। বরিবার দিবাগত রাত ১টার পর থেকে সম্পূর্ণ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ চলছে।
উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা
যায়নি। তবে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত তালিকা তৈরি করা হচ্ছে। যারা আশ্রয়
কেন্দ্রে গিয়েছিল তারা মঙ্গলবার ভোরে বাড়ি ফিরে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার
মরিয়ম বেগম জানান, চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা
করা হবে। ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে বরাদ্ধ পাওয়া গেছে।
জেবি/