মৌলভীবাজার, পাইকগাছা (খুলনা), বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৩ অক্টোবর ২০২২ ০৫:৩২
মৌলভীবাজার, পাইকগাছা (খুলনা), বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ অক্টোবর ২০২২ ০৫:৩২
ছবি-পাইকগাছা(খুলনা)সংবাদদাতা
‘দুর্যোগ আগাম সর্তকবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২২’ পালিত হয়েছে। মৌলভীবাজর, খুলনার পাইকগাছা উপজেলা ও বরিশাল বাবুগঞ্জ উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর।
খুলনার পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,
সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট
সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা। সাংবাদিক আ. আজিজের সঞ্চালনায় সভায় স্বাগত
বক্তব্য রাখে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী মো. সাইফুর রহমান।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আরশাদ আলী বিশ্বাস, ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপি’র টিম লিডার কবির উদ্দিন প্রমুখ।
বাবুগঞ্জ (বরিশাল): ‘দুর্যোগ আগাম সর্তকবার্তা সবার জন্য
কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ‘আন্তর্জাতিক
দুর্যোগ প্রমশন দিবস- ২০২২’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার
নুসরাত ফাতিমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির
উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইমদাদুল হক
দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা
স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুবাস সরকার, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম,
এয়ারপোর্ট থানা ওসি মো. হেলাল উদ্দিন, বাবুগঞ্জ থানা ওসি মো. মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, বাবুগঞ্জ
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. করিম হাওলাদার প্রমুখ।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) বৃহস্পতিবার আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান প্রমুখ।
জেবি/