সাতক্ষীরা সংবাদদাত

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ অক্টোবর ২০২২ ০৭:০৩



ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতক্ষীরা প্রশাসনের প্রস্তুতিসভা

সাতক্ষীরা সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ অক্টোবর ২০২২ ০৭:০৩

ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতক্ষীরা প্রশাসনের প্রস্তুতিসভা

ছবি:সাতক্ষীরা সংবাদদাত

ঘূর্ণিঝড় চিত্রাং মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৫০টির বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ১২শ’ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগকালীন জরুরি সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা নির্বাহী অফিসারদের ঝড়ের আগেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ দেন। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা এবং দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
একই সাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ রক্ষণাবেক্ষণ ও মেরামতের  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘ঘূর্ণিঝড় চিত্রাং আঘাত হানবে কিনা এখনও সঠিক নয়। তবে ঘূর্ণিঝড় চিত্রাং মোকাবেলায় এরইমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার আক্তার হোসেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশন্ত কুমার বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকার্তা জুলফিকার আলী রিপনসহ প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

জেবি/