বেনাপোল সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ অক্টোবর ২০২২ ০৩:১৩
ছবি: বেনাপোল সংবাদদাত
যশোরের বেনাপোল থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় কাউকে আটক করা যায়নি।’
তিনি আরও জানান, গোপন সংবাদে ভিত্তিতে তারা জানতে পারেন অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান নিয়ে সাদিপুর ব্রিজের পাশে অবস্থান করছে। এ সংবাদ পাওয়ার পর আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
/জেবি