রাঙ্গামাটি সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ অক্টোবর ২০২২ ০৩:৫০



১০ জঙ্গিকে কারাগারে প্রেরণ

রাঙ্গামাটি সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ অক্টোবর ২০২২ ০৩:৫০

১০ জঙ্গিকে কারাগারে প্রেরণ

ছবি: রাঙ্গামাটি সংবাদদাতা

রাঙ্গামাটি ও বান্দরবান সীমান্ত থেকে র‌্যাব-৭ এর অভিযানে আটক দশ জঙ্গিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের শুক্রবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে রাঙ্গামাটির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে এ নিদের্শ দেন।

অভিযানে আটক দশ জঙ্গির মধ্যে সাতজন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সদস্য এবং তিনজন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সদস্য সৈয়দ মারুফ আহমেদ মানিক (৩১), মো. ইমরান হোসেন সাওন (৩১), মো. কাওসার শিশির (৪৬), মো. জাহাঙ্গির আহমেদ জনু (২৮), মো. ইব্রাহিম আলী (১৯),  মো. আবু বক্কর সিদ্দিকি বাপ্পী (২২), মো. রুফু মিয়া (২৬) এবং কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জৌথান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯), মাল সম বম (২০)। 

রাঙ্গামাটি কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আসামিদের জন্য এখনও রিমান্ড আবেদন করা হয়নি। তাদের প্রাথমিকভাবে আদালতে হাজিরা করা হয়েছে। পরবর্তী হাজিরার সময় আসামিদের রিমান্ড চাওয়া হবে।

জেবি/