নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ জুন ২০২২ ০৩:২৪
ফাইল ছবি
নিজের কারামুক্তি
দিবসে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। দিনটি উপলক্ষে শনিবার (১১ জুন) সকালে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা
বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে।
যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি।
চিঠির মাধ্যমে তাদের নিদের্শনা দিয়েছি। কারও কাছে কোনো দিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা
চাইনি।’
এর আগে দুপুর
পৌনে ১২টায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
জানান।
এক-এগারোর
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় মুক্তি দিতে বাধ্য হয় বলে
জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি পরিবার ও বাবার কাছ থেকে এটা
শিখছি যে, কারো কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’
তত্ত্বাবধায়ক
সরকারের সময় গ্রেপ্তার হয়ে ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে
স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।
গণভবনে দলের
নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের। শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনার কারামুক্তি দিবসকে গণতন্ত্রের বিজয় দিবস বলে
আখ্যা দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আজ গণতন্ত্রের বিজয় দিবস। এ দিন আমাদের নেত্রী
শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। শেখ হাসিনার
হাত ধরেই বাঙালি ভোটের অধিকার ফিরে পেয়েছে, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হয়েছে।’
ঢাকা মহানগর
উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র
আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী
পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ,
মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও)
কর্মকর্তারাও শেখ হাসিনাকে কারামুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
ডিডি/কেএ