কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ মে ২০২২ ০৬:৩৫



শেখ হাসিনার দেশে ফেরার ১৫তম বার্ষিকী আজ

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ মে ২০২২ ০৬:৩৫

শেখ হাসিনার দেশে ফেরার ১৫তম বার্ষিকী আজ

আজ ৭ই মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ১৫তম বার্ষিকী। ২০০৭ সালের ৭ মে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশে ফেরেন শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে তৎকালীন অনির্বাচিত সরকারের বহুল আলোচিত ‘মাইনাস টু টু ফর্মুলা’ ভেস্তে যায়।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার সুযোগে ২০০৭ সালের ১১ জানুয়ারি এ দেশে অনির্বাচিত ও সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসে। এই অনির্বাচিত সরকার দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের শীর্ষ দুই নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করে। যা মাইনাস টু ফর্মুলা নামে পরিচিতি পায়।

২০০৭ সালের ১৫ মার্চ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাঁর চোখ-কান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন সরকার। তাঁকে রাজনীতি ও দেশ থেকে নির্বাসনে গিয়ে বিদেশে নিরাপদ জীবনযাপনের প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করে থাকেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখান করেন শেখ হাসিনা।

সরকারের নিষেধাজ্ঞা, গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থকে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। যথাযথ কাগজপত্র ও টিকিট থাকার পরও যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দর থেকে তাঁকে বহন করতে অস্বীকৃতি জানায় ব্রিটিশ এয়ারওয়েজ। পরে নানা ঘটনার পর ২০০৭ সালের ৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।

২০০৭ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার চেষ্টার সময়ে শেখ হাসিনার সঙ্গে ছিলেন বর্তমানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। জানতে চাইলে তিনি বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, আমরা যখন ব্রিটিশ এয়ারওয়েজের কাউন্টারে গেলাম তখন আমাদের জানানো হলো, বাংলাদেশে সরকারের নিষেধাজ্ঞা থাকায় নেত্রী (শেখ হাসিনা) দেশে ফিরতে পারবেন না। তারা আমাদেরকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানালো। অনেক তর্ক বিতর্কের পর তারা আমাদের লন্ডনে যাবার বোর্ডিং পাস দিল।

আব্দুস সোবহান গোলাপ বলেন, আমরা লন্ডনে পৌঁছে পরবর্তী কয়েকদিন বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট পেতে চেষ্টা করলাম। কেউই টিকেট দিতে রাজি হল না। পরবর্তীতে ইত্তেহাদ এয়ারলাইন্স আমাদেরকে বহন করতে রাজি হয়। তাদের বিমানে করেই ৭ মে দেশে ফেরেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশে ফেরার দিনে লাখো জনতা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রাসহ শেখ হাসিনাকে ধানমন্ডি ৩২ এর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে যায়। পরবর্তীতে ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি পান শেখ হাসিনা।

এসএ