ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৯ এপ্রিল ২০২৪ ১১:২৪



শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৯ এপ্রিল ২০২৪ ১১:২৪

শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি হচ্ছে পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে একাধিকবার মোস্তাফিজুর রহমানের মাথায় উঠেছিল এ পার্পল ক্যাপ।

সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের কাটার মাস্টারের আধিপত্য ছিল নজরকাড়া। মাঝে তিন ম্যাচে ছিলেন ছন্দহীন। তবে আবারও ফিরেছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে।

রোববার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট নেন এ টাইগার পেসার। নিজের প্রথম দুই ওভারে কৃপণ বোলিংয়ের পরও ছিলেন উইকেট শূন্য। তবে ইনিংসে ১৯তম ওভারে পান উইকেটের দেখা।

হায়দরাবাদের শেষ দুই ব্যাটার শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাটকে আউট করে নিশ্চিত করেন চেন্নাইয়ের জয়। এই দুই উইকেটে আবারও উইকেট শিকারের তালিকার শীর্ষে উঠেছেন মোস্তাফিজ। ৮ ম্যাচে তার শিকার এখন ১৪ উইকেট।

উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠলেও হারানো পার্পল ক্যাপ পাওয়া হচ্ছে না তার। সমান উইকেট হলেও এক ম্যাচ বেশি খেলার মুম্বাইয়ের জাসপ্রিত বুমরার কাছেই থাকছে এ ক্যাপ। কারণ ভারতের ডানহাতে এই ফাস্ট বোলারের চেয়ে বেশি রান খরচ করেছেন টাইগার পেসার।

উইকেটপ্রতি অকাতরে রান খরচ করেছেন মুস্তাফিজ। প্রতিটি উইকেট শিকারে তিনি খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরা। ভারতীয় এই বোলার ১৪ উইকেট শিকার করেছেন ১৭.০৭ গড়ে। আর রান উৎসবের আইপিএলের চলতি আসরে এ পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৬৩ রান।

বুমরা-মোস্তাফিজ ছাড়াও ১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান খরচের বেলায় তিনি ছাড়িয়ে গেছেন মোস্তাফিজকেও। ২৩.৩৮ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি রান দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে মোস্তাফিজের পর চেন্নাই সুপার কিংসের আরও একজন আছেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে। মাত্র ৬ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা। এ মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় দ্বিতীয়তে আছেন লঙ্কান পেসার। ইনজুরির কারণে চলতি আসরের প্রথম তিন ম্যাচে খেলতে না পারলেও পরে নিজের জাত চেনাতে খুব একটা সময় নেননি ডানহাতি এ ফাস্ট বোলার।

এখন পর্যন্ত ১৩ গড়ে শিকার করেছেন ১৩টি উইকেট। আর তার ইকোনমি হচ্ছে ৭.৬৮। পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজক। কিন্তু লঙ্কান এ পেসার যদি তার এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে খুব দ্রুতই পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।

এমএইচ/