ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ এপ্রিল ২০২৪ ১১:১৮



পোল্যান্ডে থাকা বাংলাদেশিদের সহনশীল হবার আহ্বান দূতাবাসের

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ এপ্রিল ২০২৪ ১১:১৮

পোল্যান্ডে থাকা বাংলাদেশিদের সহনশীল হবার আহ্বান দূতাবাসের

ছবি: সংগৃহীত

পোল্যান্ড অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের একে অপরের প্রতি সহনশীল হতে এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া অসম্মানজনক বক্তব্য প্রদানে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোন মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ না করারও আহ্বান জানানো হয়।

২৬ এপ্রিল (শুক্রবার) দেয়া এই বিবৃতিতে বলা হয়, বুধবার (১০ এপ্রিল) পোল্যান্ডের পোজনান শহরে সৃষ্ট এক অনাকাঙ্খিত ঘটনা সম্পর্কে দূতাবাস অবহিত হয়। পরে দূতাবাস বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রবিবার (২১ এপ্রিল) বিকালে বাংলাদেশ কমিউনিটির কয়েক জন নেতৃত্বস্থানীয় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি সমঝোতা সভা করে।

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্তের প্রেক্ষিতে দূতাবাস সকলকে কিছু শর্ত এবং দিকনির্দেশনা প্রদান করে। প্রবাসী বাংলাদেশিদের একে অপরের প্রতি সহনশীল হতে, অসম্মানজনক বক্তব্য প্রদানে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোন মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান জানানো হয়। অন্যথায়, তাদেরকে স্থানীয় প্রচলিত আইনের আওতায় আনা হলে দূতাবাসের সহযোগিতার ক্ষেত্র সীমিত হয়ে যাবে বলে বিবৃতিতে বলা হয়। 

এমতাবস্থায়, দেশের সম্মান এবং ভাবমূর্তির প্রতি লক্ষ্য রেখে পোল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে একে অপরের প্রতি সহনশীল হওয়া, অসম্মানজনক বক্তব্য প্রদানে বিরত থাকা এবং ব্যক্তিগত আক্রমন না করে আরো দায়িত্বশীল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, পোল্যান্ডে গত ১০ এপ্রিল (বুধবার) কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরে ২১ এপ্রিল (রবিবার) দেশের একটি গণমাধ্যমে ঘটনাটি প্রকাশ করলে তা নজরে আসে। এরই প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছে দূতাবাস।

এমএইচ/