ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৪২
ছবি: সংগৃহীত
খ্রিস্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) লিখিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে
বাহাউদ্দিন নাছিম বলেন, নতুন বছরে প্রত্যাশা থাকবে প্রাণপ্রিয় বাংলাদেশ সকল অপশক্তিকে
পরাজিত করে সম্বৃদ্ধির পথে এগিয়ে যাবে৷ বাংলার জনগণ সুখী-সমৃদ্ধি ও শান্তিতে বসবাস
করবে। অগণতান্ত্রিক দখলদারদের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশের জনগণ। সাম্প্রদায়িক
সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে শান্তি ফিরে আসবে।
নতুন বছরে
অবৈধ দখলদারদের হাত থেকে দেশ মুক্ত হয়ে গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্বৃদ্ধির
পথে এগিয়ে যাবে। সেই ভবিষ্যতের প্রত্যাশায়, সবাইকে জানাই 'শুভ নববর্ষ '।
/এসবি